যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০-তম জন্মদিন এবং তাঁর সুস্থতা কামনায় ফতুল্লায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ আগষ্ট) বিকেলে ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রুহুল আমিন সিকদারের সভাপতিত্বে ফতুল্লায় বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়কমআঃ খালেক টিপু, ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মুসলিম আহমেদ, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা তাতীদলের সভাপতি ইউনুস মাস্টার, সাধারণ সম্পাদক ইমন চৌধুরী, ফতুল্লা থানা শ্রমিক দলের সদস্য সচিব আল-আমীন, ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সভাপতি অরুন, সাধারণ সম্পাদক মামুন, ফতুল্লা ইউনিয়ন ১নং ওয়াড়ের সাধারণ সম্পাদক রাসেল, ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা, সৈকত রাজ, রিপন,মাসুদ।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বিএনপি নেতা রুহুল আমিন সিকদার তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।