1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

বন্দরে লুণ্ঠিত সাড়ে ১১ টন রড উদ্ধার, গ্রেপ্তার তিন ডাকাত রিমান্ডে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে একটি পাথর ভাঙার ফ্যাক্টরি থেকে সাড়ে ১১ টন লুণ্ঠিত রড উদ্ধারসহ তিনজন ডাকাতকে গ্রেপ্তার করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে সজিব বিশ্বাস ট্রান্সপোর্ট এজেন্সি সুপারভাইজার নবীর হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদেরসহ সাতজনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেন। দুপুরে গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতেনপাড়া এলাকার ফারুক (৩৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের সাদ্দাম (২৯) ও নরসিংদীর জাবেদ হোসেন (২১)। পলাতক আসামীরা হলেন মৃত ডাকাতদের সন্তান মামুন ডাকাত (৪৫), আসলাম (৩৫), শান্ত (২৭) ও খোকন (৪০)।

মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে বন্দরের জাঙ্গালস্থ বি এস আর এম স্টিল ফ্যাক্টরি থেকে ট্রাকে বোঝাই ১৬ টন রড লুণ্ঠন করা হয়। ডাকাতদল ট্রাকের গ্লাস ভাঙচুর করে ড্রাইভার ও সহকারীকে জিম্মি করায় এবং ট্রাক থেকে নামিয়ে মারপিট করে। পরে তারা ট্রাকসহ ১৫ লাখ টাকার রড নিয়ে পালায়।

ঘটনার খবর পেয়ে বন্দর থানার পুলিশ মনারবাড়ীস্থ এ্যাডভোকেট কাউছারুল ইসলামের পাথর ভাঙার ফ্যাক্টরি থেকে লুণ্ঠিত ১১,৫০০ কেজি রড উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা পুলিশকে পলাতক আসামীর নাম-ঠিকানা এবং বাকি রডের অবস্থান জানায়। পরে উদ্ধারকৃত ট্রাক ও রডসহ আটক ডাকাতদের থানায় নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট