1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

সড়ক সংস্কারের দাবিতে ফতুল্লায় মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড় সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লাবাসী। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচেতন নাগরিক সমাজ ফতুল্লার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক প্রতিনিধি ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে আয়োজকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা জানান, এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হচ্ছে। ফলে শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে পৌঁছাতে পারছে না। এছাড়া ইউনিয়নের বিসিক শিল্পনগরীতে কর্মরত লাখো শ্রমজীবী মানুষ ভাঙা সড়কের কারণে সময়মতো কাজে যোগ দিতে পারছে না, যার ফলে শ্রমিক ও গার্মেন্ট মালিক উভয়েই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, হাফিজুল হক, সালাউদ্দিন মামুন, মেজবাউল হক মারুফ, সুমন আহম্মেদ, মোশারফ হোসেন, ব্রাদার্স ক্লাবের এডমিন সাইফুল ইসলাম সজিব, বিএনপি নেতা সাইফুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান পাপ্পু, মুরাদ হাসান, নুসরাত হাজান কলি, রাফিনা তাহের প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট