1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

হকারদের জন্য স্থায়ী সমাধান জরুরি: ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পুণর্মিলনী ও মরনোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে এ আয়োজন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, রাস্তায় বসা হকারদের জন্য স্থানীয় সমাধান খুঁজে বের করতে হবে। তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তারা আবার ফিরে আসবে, তাই স্থায়ী সমাধান জরুরি। শহরে হকার সমস্যার সমাধানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে বসার পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহসভাপতি রেজাউল ইসলাম মন্টু, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি মো. মোরশেদ সারোয়ার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজমুল হাসান রুমি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাত জনকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। সভাপতিত্ব করেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট