1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

মোহাম্মদ আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দেশের গৌরব ও জাতির অহংকার মুক্তিযোদ্ধাদের সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের নতুন ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।

গত ২৬ জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. দিলওয়ার হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়াকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এই কমিটি ঘোষণা করেন।

এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম, মোছাদ্দেক হোসেন, শাহজাহান ভূঁইয়া, সিরাজুল ইসলাম, মো. হোসেন, আমান উল্লাহ মিঞা ও সৈয়দ আমির আলী।

সংশ্লিষ্টরা জানান, এ কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ এবং পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে। কমিটি ঘোষণা হওয়ায় জেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আশা সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট