1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে নিপা রানী দাস (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী অলক কুমার দাসকে (৪০) আটক করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাতে বন্দর উপজেলার আমৈরস্থ শরীফ মিয়ার ভাড়াটিয়া বাড়ির দরজা ভেঙে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

নিহত নিপা রানী দাস কুমিল্লার মেঘনা থানার নয়া মোহাম্মদপুর এলাকার সদেব দাসের মেয়ে।

ঘটনার পরপরই পুলিশ শনিবার (৯ আগস্ট) দুপুরে বন্দর থানা থেকে স্বামী অলক কুমার দাসকে আটক করে। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভেলাবাস এলাকার অমৃত দাসের ছেলে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত নিপার মা মাধবী রানী জানান, ৮ বছর আগে সামাজিক রীতিনীতি মেনেই ফরিদপুরের অলক কুমারের সাথে তার মেয়ে বিয়ে করেন। বিয়ের সময় ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা যৌতুক দেয়া হয়েছিল। তাদের সংসারে রয়েছে ৬ বছরের কন্যা ও ২ বছরের পুত্র সন্তান। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুক দাবির নামে নিপাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। সেই নির্যাতন সহ্য করতে না পেরে নিপা শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে ভাড়াটিয়া ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট