যুগের নারায়ণগঞ্জ:
গোটা শহরজুড়ে চলছিল গুঞ্জন, কোথায় আছেন সেই মেহেদী হাসান ম্যাকলিন? অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ডিবি পুলিশের জালে ধরা পড়লেন নারায়ণগঞ্জের বহুল আলোচিত ও নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার মেহেদী হাসান ম্যাকলিন। কোনো সাধারণ মামলায় নয়, তার বিরুদ্ধে রয়েছে খোদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা।
সোমবার (৪ আগস্ট) বিকেলে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া এলাকা থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে এক শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কেন এই গ্রেপ্তার? কী অভিযোগ মেকলিনের বিরুদ্ধে?
জুলাই মাসে দেশ কাঁপানো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলার অভিযোগ ওঠে ম্যাকলিনের বিরুদ্ধে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আন্দোলন চলাকালে সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে ম্যাকলিন ও তার বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে চাষাঢ়ায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ অবস্থানে ঝাঁপিয়ে পড়েন। এই হামলার ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হন এবং শহর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সূত্র ধরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট ইস্যু করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্ট!
এটিই এই গ্রেপ্তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। সাধারণ কোনো আদালত নয়, দেশের সর্বোচ্চ পর্যায়ের বিচারিক কাঠামো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) কর্তৃক ইস্যু করা ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গণআন্দোলনে সহিংসতা ও মানবতাবিরোধী কার্যকলাপের অভিযোগগুলো এই ট্রাইব্যুনাল খতিয়ে দেখছে, যার প্রেক্ষিতেই মেকলিনের মতো অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে রিকুইজিশন পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী মেকলিনকে গ্রেপ্তার করেছে। তাকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে প্রেরণ করা হবে।”
কে এই ম্যাকলিন? বিতর্ক যার নিত্যসঙ্গী
মেহেদী হাসান ম্যাকলিন নারায়ণগঞ্জের রাজনীতিতে এক বিতর্কিত নাম। ছাত্রলীগের নেতা হিসেবে উত্থান হলেও নানা অপকর্মের দায়ে সংগঠন থেকে নিষিদ্ধ হন তিনি। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ ফেব্রুয়ারি ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক এক বিশেষ অভিযানেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন মেকলিন। তবে কিছুদিন পরই তিনি জামিনে মুক্তি পেয়ে যান। কিন্তু এবারের অভিযোগ আরও গুরুতর হওয়ায় তার ভবিষ্যৎ এখন শঙ্কায়।