1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার ঢালীপাড়ায় পলির দানা কারখানায় ভয়াবহ আগুন জুলাই অভ্যুত্থানে শহীদ মানিকের কবরে জিয়ারত করলেন না.গঞ্জ ছাত্র ফেডারেশন বিতর্কে জর্জরিত মান্নান : প্রার্থী বদলের দাবিতে সোচ্চার স্থানীয় বিএনপি সর্বত্র সমালোচনা: জোড়া খুনের চার্জশিটভুক্ত আসামির গলায় মাসুদের ফুল দিয়ে মালাবদল যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ

ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গড়া সম্ভব-মাও.মঈনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ রবিবার (৩ আগস্ট) বিকেলে নবীগঞ্জ, কদমরসুল, কবিলের মোড়সহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

এসময় হেঁটে হেঁটে স্থানীয় ব্যবসায়ী, দোকানদার, পথচারী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে তিনি জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন।

গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা কাজ করতে চাই। এই এলাকার প্রধান সমস্যাগুলো হলো নবীগঞ্জ সেতু, আবাসিক গ্যাস, সুপেয় পানির অভাব। নির্বাচিত হলে এগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়া সম্ভব। আমি সেই লক্ষ্যেই জনগণের সমর্থন ও দোয়া কামনা করছি।”
এসময় স্থানীয় ভোটাররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনেকে তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, “আমরা একজন সৎ ও যোগ্য নেতৃত্ব চাই, যিনি আমাদের দুঃখ-কষ্টের সঙ্গী হবেন। মাওলানা মঈনুদ্দিন আহমাদের মধ্যে আমরা সেই গুণাবলী দেখতে পাচ্ছি।”

এসময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগরী কর্ম-শূরা সদস্য মো. জাকির হোসাইন, বন্দর উত্তর থানা জামায়াতের আমির মুফতী মাওলানা আতিকুর রহমান, নায়েবে আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি জহুরুল ইসলামসহ স্থানীয় শতাধিক নেতৃবৃন্দ। তারা স্লোগান, হ্যান্ডবিল বিতরণ ও আলাপচারিতার মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ শেষে মাওলানা মঈনুদ্দিন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট