যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাপ্পু (৪০) ও শুক্কুর (৩৭)। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ২০১৫ সালে সংঘটিত একটি হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের দেখাশোনা করতেন সিরাজুল ইসলাম। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী পাপ্পু ও শুক্কুর তার কাছে নিয়মিত চাঁদা দাবি করতেন। ২০১৫ সালের ২৩ জুলাই ফের চাঁদা চাইতে এসে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা লাঠি দিয়ে সিরাজুলকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ এ রায় দেন।