1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ মো. আলম (৩৪), নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ার চর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

সোনারগাঁ থানার এসআই মো. নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নিয়ে যানবাহনে নিয়মিত তল্লাশি চালান। এ সময় ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৫০ নম্বরযুক্ত একটি হানিফ পরিবহনের বাস পৌঁছালে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়।

বাস থামার সঙ্গে সঙ্গেই এক যাত্রী পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে লুঙ্গির নিচে পরিহিত হাফপ্যান্টের ডান পকেট থেকে কালো কসটেপে মোড়ানো পলিথিনে রাখা ২০টি ছোট প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট এক হাজার ইয়াবা পাওয়া যায়।

আটককৃতের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট