1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্রচ্ছদ
নগরের বাইরে
প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:৩০, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৩২, ২৩ জুলাই ২০২৫

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
বন্দরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর মাথা থেঁতলে হত্যা মামলায় স্বামী স্কুল শিক্ষক আমিরুল ইসলাম বাবুকে (৩৫) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক (ওসি) মো. কাইউম খান।

দন্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম বাবু সোনারগাঁ বারদী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি বন্দর গার্লস স্কুলের শিক্ষক ছিলেন।

মামলার বরাতে ওসি কাইউম খান জানান, ২০১৭ সালে আমিনুল ইসলামের সঙ্গে সোনারগাঁ উপজেলার বারদি এলাকার মো. করিম মোল্লার মেয়ে শান্তা আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয় এবং শান্তা অন্যত্র বিয়ে করেন। তবে সাত মাস পর আমিরুল ইসলাম পুনরায় শান্তাকে বিয়ে করেন। এরপর থেকে বন্দরের রাজবাড়ি এলাকায় বসবাস শুরু করেন তারা। দ্বিতীয় বিয়ের দুই মাসের মধ্যে ফের পারিবারিক কলহের জেরে শিলপাটা দিয়ে মাথা থেঁতলে স্ত্রী শান্তাকে হত্যা করে আমিরুল।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘আসামি আদালতে স্বীকারোক্তিতে বলেছেন, পারিবারিক অশান্তির কারণে শিলপাটা দিয়ে স্ত্রী শান্তার মাথা থেঁতলে হত্যা করেছেন। এরপর বঁটি দিয়ে শরীরের কয়েক জায়গায় চামড়া ছিলে তাতে লবণ লাগিয়ে দেন। এ ঘটনায় শান্তার বাবা বাদী হয়ে মামলা করেন। বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট