1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বন্দরে স্বেচ্ছাসেবক দলের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দর থানা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আওয়ামী লীগের ডাকা অবৈধ হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে নেতাকর্মীরা।

রবিবার (২০ জুলাই) বিকেল ৩টায় বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন পিংকি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল প্রধানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বন্দর বাসস্যান্ড হতে শাহীমসজিদ, ছালেহনগর, বাড়ইপাড়া, বন্দর কেন্দ্রীয় শহিদ মিনার, মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর খেয়াঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্কুল ঘাটে পথ সভার মাধ্যমে শেষ হয়।

পরে বন্দর স্কুল ঘাটের সামনে এসে আওয়ামী লীগের হরতালের প্রতিবাদে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন পিংকি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল প্রধান।

এসময় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। বন্দরে সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা মাঠে রয়েছি। তাদের দোসরদের যেখানেই পাবো সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করবো। তাদের কোনোভাবেই দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে ওঠতে দেওয়া হবে না। বিভিন্ন মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে।

বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো: রাসেল, মো: নাদিম, খোকন প্রধান, মো: দেলোয়ার, মো: নাদিম, বিল্লু মিয়া, মো: হৃদয় সরকার, মো: মামুন, আমির, আকরাম, রমজান, সাকিল, মো: নাজমুল, মো: রাসেল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট