1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের ধাক্কায় মো. সোহেল মিয়া (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল মিয়া, গাজীপুরের কাপাসিয়া উপজেলার মৃত কাজী জিয়ারত উল্লাহ’র ছেলে। তিনি ঢাকার রায়েরবাগ এলাকায় বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

জানা যায়, বিকেলে সুনামগঞ্জে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ঢাকার রায়েরবাগে ফিরছিলেন সোহেল মিয়া। পথিমধ্যে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী সিমেন্টবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে থামিয়ে দেন এবং চালক মো. মাহবুব ও হেলপার মেহেদী হাসানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট