
বিরল উপজেলার থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে ১১নং পলাশবাড়ী ইউনিয়নের অন্তর্গত পলাশবাড়ী দাড়িয়াপাড়া গ্রামস্থ জনৈক আবু কালাম এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) বোতাল ফেন্সিগ্রিপসহ আসামী মোঃ হুমায়ুন কবীর বাবুকে হাতে নাতে গ্রেফতার করে বিরল থানার মামলা নং- ১২(৪)২০২৩ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।