1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

শহরে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কারবালার শোক স্মরণে নারায়ণগঞ্জ শহরে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) বিকালে শহরের টানবাজার এলাকার র‌্যালী বাগান থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইয়া হোসেন, ইয়া হোসেন’, ‘ইয়া আলী, ইয়া আলী’ বলে শোক প্রকাশ করেন। মাথায় কালো কাপড় ও হাতে লাল পতাকা ধারণ করে কারবালার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

উত্তর র‌্যালী বাগান পঞ্চায়েত কমিটির পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জেকি বলেন, “প্রতি বছরের মতো এবারও কোরআন খতম ও মিলাদের মাধ্যমে তাজিয়া মিছিল শুরু হয়। আমরা ঈমাম হোসেনের স্মরণে এই কর্মসূচি পালন করি এবং সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য শান্তি কামনা করি।”

মিছিল অংশগ্রহণকারী মোহাম্মদ পিংকু বলেন, “কারবালার স্মৃতি স্মরণে এসেছি। সমাজে যেন হক আদায় হয় এবং মানুষ সত্যের পথে থাকে—এই প্রত্যাশায় অংশ নিয়েছি।”

তরিকুল ইসলাম জুয়েল বলেন, “ঈমাম হোসেনের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাঁকে স্মরণ করতেই এই সৃতিচারণ।”

তাজিয়া মিছিলটি কালীর বাজার, নবাব সিরাজউদ্দৌলা, সলিমুল্লাহ সড়ক ও শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে মন্ডলপাড়া ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, হিজরি ১০ মহররম কারবালায় হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ঈমাম হোসেন শহীদ হন। এই দিনটি মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট