1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

আত্মাহুতির বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি-গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের আন্দোলনে অনেক রক্ত, ত্যাগ ও আত্মাহুতির বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি।”

শনিবার (৫ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী এলাকায় ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, “আজকের দিনটি স্বৈরাচার বিরোধী চূড়ান্ত আন্দোলনের স্মরণ দিবস। ২০২৪ সালের এই দিনে আমরা রাজপথে ছিলাম। যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালে আমরা পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ৫৩ বছর পর ২০২৪ সালের জুলাই-আগস্টে নতুন এক মুক্তিযুদ্ধ করেছি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি ১৬ বছর ধরে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, গণতন্ত্র ও মৌলিক অধিকার হরণ করেছেন, রাষ্ট্রীয় সম্পদ লুট করে বিদেশে পাচার করেছেন।”

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে গিয়াসউদ্দিন বলেন, “এখন শেখ হাসিনা ও তার দোসররা এমনকি গ্রামের পাণ্ডারাও পালিয়ে গেছে। পুলিশ, সিভিল অফিস, এমনকি মসজিদের ইমামও পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই। অথচ এখন তো বিএনপি ক্ষমতায় নেই, এমনকি নির্যাতনও করছে না বর্তমান নিরপেক্ষ সরকার। তাহলে তারা পালিয়ে গেল কেন?”

নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম নিয়ে তিনি বলেন, “তারেক রহমান নির্দেশ দিয়েছেন, বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করতে। যারা রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, তারা বিএনপির ছায়াতলে আসছে। বিএনপি দেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল। এখানে যুক্ত হলে জনগণের জন্য কাজ করার সুযোগ তৈরি হয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি.এইচ. বাবুল, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি মোস্তফা কামাল, জি.এম. সাদরিল, এস.এম. আসলাম, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা, শ্রমিক নেতা মোসলেউদ্দিন সেলিম ও আকাশ প্রধান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট