1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অসুররা চিরদিন পরাজিতই হবে: মঈন খান বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান

নগরীতে নানা দাবিতে হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন, পৃথক নির্বচান ব্যবস্থা বাস্তবায়নসহ নানা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (৪ জুলাই) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় তারা জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন, পৃথক নির্বচান ব্যবস্থা বাস্তবায়ন, ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দিরের দাবি জানায়। এছাড়াও লালমনিরহাটে মিথ্যা অভিযোগে পিতা-পুত্রকে নির্যাতন ও গ্রেপ্তার, কুমিল্লা মুরাদনগরের সনাতন ধর্মের গৃহবধুকে ধর্ষণের তীব্র প্রতিবাদ করে।

মানববন্ধনে দলের জেলা কমিটির সহসভাপতি পার্থ সারথী রায় সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সহ প্রচার সম্পাদক খোকন রায়, জেলা প্রচার সম্পাদক শান্ত চক্রবর্তী, রাম মোদক, হিন্দু ছাত্র মহাজোট রূপগঞ্জ উপজেলা সভাপতি বিনয় অধীকারি, পরশ হাজরা, শ্যামল দেবনাথ, প্রাণকৃষ্ণ ভোমিক, রতন দাস, সুজন চন্দ্র দাস, বরিন সরকার, সুভাস দে ও সদস্য মনোরঞ্জন দাস, সম্ভুনাথ দে ,গৌরাঙ্গ চন্দ্র সাহা প্রমুখ।

বক্তারা বলেন, এদেশ স্বাধীন সময় সকলে মিলেই স্বাধীন করেছি। যুদ্ধের সময় কেউ বলে নাই কে মুসলিম কে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। দেশ স্বাধীন হবার পর এখন কেনো আমাদের নিচু করে দেখা হবে। আমাদের কেনো নির্যাতনের শিকার হতে হবে। আমরা এদেশের নাগরিক এই দেশেই আমাদের জন্ম আমার কোথায় যাবো।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় চাষাড় শহীদ মিনারে যেয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট