1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

রূপগঞ্জে গুলিসহ ছাত্রদল নেতা নয়ন ও তার সহযোগী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিসহ সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন মিয়া ও তার সহযোগী সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৯ জুন) গভীর রাতে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নয়ন মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার মৃত মুগবুল হোসেনের ছেলে ও তার সহযোগী সাব্বির আড়াইহাজার উপজেলার বাসিন্দা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, “রবিবার রাতে পুলিশ টহলে থাকা অবস্থায় দুই যুবক মোটরসাইকেলযোগে ঘোরাফেরা করছিলেন। সন্দেহ হলে পুলিশ তাদের থামিয়ে তল্লাশি চালায়। এ সময় এক যুবকের পকেট থেকে একটি গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট