1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

বন্দরে দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় দুইজন গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাফেজীবাগ এলাকায় অটোরিকশা স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় র‌্যাব-১১ এবং জেলা পুলিশের যৌথ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে বন্দর থানাধীন ২২ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ সংলগ্ন হাফেজীবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কুদ্দুস ওই এলাকারই বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপিপন্থী বাবু-মেহেদী এবং রনি-জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার দিন রাতে কুদ্দুস চা পান করতে স্ট্যান্ডে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর এলাকাবাসী ও স্বজনরা লাশ নিয়ে বিক্ষোভ করেন।

এ ঘটনায় পরদিন মো. জাকির বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র‌্যাব-১১ সিপিসি-১ ছায়া তদন্ত শুরু করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শনিবার রাত ৮টা ৩০ মিনিটে মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি বন্দরের হাফেজীবাগ এলাকার নান্নু খলিফার ছেলে শান্ত (২৫), এবং একই স্থান থেকে পরদিন ভোর রাত ২টা ৩০ মিনিটে মামলার ১১ নম্বর আসামি আলম চানের ছেলে রবিন (২৮), কে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতার ও ঘটনার পেছনে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট