1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :

নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: ১১ পদে ২৪ প্রার্থী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ প্রেসক্লাব (২০২৫-২০২৭) মেয়াদের নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। সভাপতি ও সম্পাদকসহ ১১টি পদের জন্য দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৭ জুন, শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

নির্বাচনে অংশ নিতে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছে দুটি প্যানেল—আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি এবং মাহবুবুর রহমান মাসুম-রফিকুল ইসলাম রফিক। এছাড়াও সভাপতি পদে খন্দকার শাহ আলম এবং সহ-সভাপতি পদে অহিদুল হক খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যকরী সদস্য আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, প্রনব কৃষ্ণ রায়।

মাহবুবুর রহমান মাসুম-রফিকুল ইসলাম রফিক প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সহ-সভাপতি নাফিজ আশরাফ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসান আরিফ, কোষাধ্যক্ষ ইউসুফ আলী এটম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপক কান্তি ভৌমিক, কার্যকরী সদস্য হালিম আজাদ, মাসুমুজ্জামান, আমির হোসেন স্মিথ, পুলক হাসান, আসিফুজ্জামান।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা। সদস্য হিসেবে রয়েছেন মাসুদুজ্জামান মাসুদ ও এডভোকেট নবী হোসেন।

তফসিল অনুযায়ী, ২৩ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের দিন ২৭ জুন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ চলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট