1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :

আড়াইহাজার-রূপগঞ্জে গ্যাস সংকটে পরিস্থিতি পরিদর্শনে প্রতিনিধি দল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জ ও ভুলতা এলাকায় তীব্র গ্যাস সংকটের কারণে দেড় শতাধিক রপ্তানিমুখী শিল্পকারখানা বন্ধের মুখে পড়েছে। গত তিন মাস ধরে চলা এই গ্যাস বিপর্যয়ে উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং উদ্যোক্তারা বিপুল লোকসানের মুখে পড়েছেন।

শনিবার (২১ জুন) এই পরিস্থিতি সরেজমিনে দেখতে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে ছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজ।

দিনব্যাপী পরিদর্শনকালে প্রতিনিধি দলটি এম.জেড ফেব্রিক্স লিমিটেড, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফারিহা স্পিনিং মিলস লিমিটেড, এবং নান্নু স্পিনিং মিলস লিমিটেডসহ একাধিক কারখানা ঘুরে গ্যাস সরবরাহের বাস্তবতা প্রত্যক্ষ করে।

এ সময় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভাইস প্রেসিডেন্ট মো. সালেউদ্দ জামান খান এবং পরিচালক মো. আজাহার কাহান শিল্পমালিকদের সংকটের চিত্র তুলে ধরেন।

পরিদর্শন শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, “আমি সরেজমিনে এসে গ্যাস সংকটের বাস্তবতা দেখেছি। শিল্পকে বাঁচাতে জরুরি ভিত্তিতে সমাধানের পথে এগোচ্ছি।”

তিতাসের এমডি শাহনেওয়াজ পারভেজ বলেন, “আড়াইহাজার সরবরাহ লাইনের শেষ প্রান্তে হওয়ায় গ্যাসের চাপ এখানে কম। আমরা এই সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট