1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার আহ্বান মাও.জব্বারের ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন জামায়াত ক্ষমতায় আসলে জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলা হবে-মাও.মাঈনুদ্দিন তারেক রহমানের জন্মদিন পালন করলেন মহানগর বিএনপি না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিপ্লব ও সংহতি দিবস সফলে জেলা ও মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভা শহরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াকে গুলি সর্বত্র সমালোচনা: এবার মাসুদুজ্জামানের পাশে ‘ওসমানীয় ঘনিষ্ঠ’ পলাতক কাউন্সিলর ! মহানগর বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ

জিয়া পরিবারকে নিয়ে অশালীন মন্তব্য : জুয়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং একমাত্র জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার ঘটনায় যুবলীগ কর্মী জুয়েল রানার বিরুদ্ধে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

১৭ জুন (মঙ্গলবার) জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালতে এ মামলাটি দায়ের করলে আদালত যুবলীগ কর্মী জুয়েল রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। উক্ত মামলার আইনজীবি হিসেবে নিয়োজিত ছিলেন জেলা আইজীবি সমিতির সভাপতি এড.সরকার হুমায়ুম কবীর।

 
মামালা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের নাসিরউদ্দিনের পুত্র যুবলীগ কর্মী জুয়েল রানার একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ও জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করতে দেখা গেছে। ৫-ই আগষ্টের পরবর্তী সময়ে এলাকায় থাকলেও এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছে নামধারী যুবলীগ নেতা জুয়েল রানা।

 

ভিডিওতে বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন যুবলীগ নেতা জুয়েল রানা। খালেদা জিয়া, তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন জুয়েল। এসময় ভিডিওতে নিজ এলাকায় কেউ বিএনপি করলে তাকে গুলি করে মেরে ফেলারও হুশিয়ারিও দেন জুয়েল। পাশাপাশি নিজেকে তৎকালীন এমপি শামীম ওসমানের একনিষ্ঠ কর্মী হিসেবে দাবী করেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এতদিন যাবৎ নিজ এলাকাতেই ছিলেন এবং সাবেক ছাত্রদলের সভাপতি জাকির খাঁনের ফুফাতো ভাই পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন তিনি।

 

এসময় নাজমুল হাসান বাবুর সাথে উপস্থিত ছিলেন মো: রফিকুল ইসলাম আপেল, রফিকুল ইসলাম রকি, উজ্জ্বল আহমেদ, নাছির মাদবর, শাকিল মোল্লা, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যূগ্ন আহ্বায়ক, লেলিন আহমেদ, ফতুল্লা থানা ছাত্রদল নেতা মো: ফয়সাল ইসলাম, কদম রসুল কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী সোহেল, তানভীর,ফতুল্লা ইউনিয়ন ছাত্রদল নেতা শাহাদাত,জুয়েল, রিহৃয়, মিদুল,পারভেজ, ফতুল্লা ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা জিহাদ,আবু রায়হান,শান্ত, এনায়েত নগর ইউনিয়ন যুবদল নেতা মাসুম বিল্লাহ এবং লিয়ন মোহাম্মদ আকাশ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট