1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক স্ত্রীর বান্ধবী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দিমাহ চৌধুরী নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) রাতে সোনারগাঁও উপজেলার লাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী মো. রবিন শেখ (৩০), ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় দিমা চৌধুরীসহ আরও দুইজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, পারিবারিক সম্মতিতে দুই বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক আদিরা ইসলাম সাদিয়ার সাথে বিয়ে হয়। দাম্পত্য জীবনে এক পুত্রসন্তান জন্ম নেয়, যার বয়স বর্তমানে সাত মাস। বিয়ের পর স্ত্রী হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে স্বামী-স্ত্রীর মধ্যে হওয়া ব্যক্তিগত কথোপকথনের ভিডিও গোপনে ধারণ করেন।

পরবর্তীতে স্ত্রীর পরকীয়ার বিষয় জানতে পেরে রবিন শেখ তাকে তালাক দেন। এরপর থেকেই সাবেক স্ত্রী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে ওইসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে মানসিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন।

রবিন শেখ জানান, গত ২৬ মে রাত ৮টার দিকে তিনি দেখতে পান, তার ব্যক্তিগত ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে অভিযুক্তরা ভিডিও মুছে দেওয়ার শর্তে তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং আরও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনূর আলম বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় একজন নারীকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট