1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

সৎ লোকের শাসন কায়েম করতে হবে: মাওলানা মঈনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের দেওভোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের (সদর-বন্দর) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেছেন, “নারায়ণগঞ্জ শহরকে যারা সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল, আজ তারা পলাতক। যারা এখনও তাদের থেকে শিক্ষা নেয় না, তারা বোকার স্বর্গে বাস করে।”

শুক্রবার (১৩ জুন) মাগরিবের নামাজের পর শহরের দেওভোগ পানির ট্যাঙ্কি সংলগ্ন দাতা সড়ক এলাকায় ১৪ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা মঈনুদ্দিন আহমাদ আরও বলেন, “সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখল বন্ধ করতে হলে আল্লাহর আইন বাস্তবায়ন এবং সৎ লোকের শাসন কায়েম করতে হবে। তাহলেই আমরা একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়তে পারব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের আমীর মাহাবুবুর রহমান এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি সারোয়ারুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ. এম. নাসির উদ্দীন।

এছাড়া উপস্থিত ছিলেন: শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি আবু রশায়েদ তমাল, অর্থ সম্পাদক নিয়ামুল হোসাইন, পেশাজীবী সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি এরশাদ খান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট