1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

বন্দরে যৌথবাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ নারী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মোনা নামে এক নারীকে আটক করা হয়েছে। রোববার (১ জুন) দিনগত রাতে উপজেলার সোনাকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশের সহায়তায় সেনাবাহিনীর নেতৃত্বে প্রায় চার ঘণ্টাব্যাপী মাদকের আস্তানা হিসেবে চিহ্নিত সোনাকান্দা এলাকার একটি বাড়িতে অভিযানটি পরিচালিত হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযান শুরু হওয়ার আগেই মাদক ব্যবসায় জড়িত তিনজন—মোহাম্মদ বাবুল হোসেন, মোহাম্মদ মোস্তফা ও রুবেল—ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে তাদের জাতীয় পরিচয়পত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি ইয়াবা ট্যাবলেট, ১০টি মদের বোতল, ১১টি দেশীয় অস্ত্র এবং ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মোনা নামে এক নারীকে আটক করা হয়, যিনি ওই আস্তানায় মাদক ব্যবসায় সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী এবং পলাতক তিনজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র আলামত হিসেবে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় আটক নারী ও পলাতকদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটক নারীর বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট