1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

বন্দরে ইয়াবাসহ মর্জিনা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মর্জিনা আক্তার (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় বন্দর বাসস্ট্যান্ডের উত্তর পাশে নিউ বিসমিল্লাহ আয়রন স্টোরের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত মর্জিনা আক্তার, কুমিল্লার কোতোয়ালি থানার শুভপুর গ্রামের আক্তার মিয়ার মেয়ে। তার স্বামীর নাম সুমন মিয়া। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বীর সিংহ এলাকায় বসবাস করে আসছিলেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। দীর্ঘদিন ধরেই সে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানায় সংস্থাটি।

এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট