1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ’নাক বোচা’ হালিম গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ২২ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম (৫০) ওরফে নাক বোচা হালিম, ওরফে আলিম-কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত আব্দুল হালিম বরগুনা জেলার সদর থানার জাকির তবক গ্রামের আলতাফ চৌকিদার-এর ছেলে।

লে. কর্নেল সাজ্জাদ জানান, ২০২৪ সালের ২৭ নভেম্বর ফতুল্লার সস্তাপুর এলাকার ব্যবসায়ী রেজাউল করিম মালার বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় র‌্যাব অনুসন্ধানে নামে। ওই ঘটনায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও আনুমানিক সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল। পরবর্তীতে বাদী রেজাউলের ছেলে মো. আলাউদ্দিন ফতুল্লা থানায় মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাক বোচা হালিম জানায়, সে ও তার দল ২০১২ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। তারা মূলত শহরের ধনাঢ্য পরিবার এবং নির্জন বাসাবাড়িকে টার্গেট করে ডাকাতি করত। তার দলে ৭ থেকে ১৫ জন সদস্য রয়েছে বলে জানায় হালিম।

র‌্যাব জানায়, হালিমের বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি ডাকাতি, দুটি অস্ত্র আইন, চারটি হত্যা চেষ্টা এবং অন্যান্য মামলা রয়েছে। এছাড়াও ২০১২ থেকে ২০২৫ সালের মধ্যে ১৫টির বেশি ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে সে স্বীকার করেছে।

র‌্যাব জানায়, হালিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট