1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

বন্দরে পারিবারিক কলহে বৃদ্ধ নিহত, জামাতা আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে নাসির উদ্দিন দাদন (৬৫) নামে এক বৃদ্ধকে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মেয়ের জামাতা চঞ্চল মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) বিকেলে বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন ওই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর নাসির উদ্দিন দ্বিতীয়বার রমিজা বেগমকে বিয়ে করেন। প্রথম স্ত্রী রেখে যান একমাত্র মেয়ে আনোয়ারাকে। দ্বিতীয় সংসারে পালিত কন্যা হিসেবে বড় হন ঝিনুক। সাম্প্রতিক সময়ে ওই বাড়ির যাবতীয় দেখভালের দায়িত্বে ছিলেন ঝিনুক, যা নিয়ে প্রথম স্ত্রীপুত্র আনোয়ারা ও তার স্বামী চঞ্চলের সঙ্গে বিরোধ তৈরি হয়। দীর্ঘদিন ধরেই এ নিয়ে পারিবারিক কলহ চলছিল।

ঘটনার দিন দুপুরে এ বিরোধের জেরে আনোয়ারা ও তার স্বামী চঞ্চল মিয়া বৃদ্ধ নাসির উদ্দিনকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী চঞ্চল মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিহতের পালিত কন্যা ঝিনুক জানান, “গতকাল বাড়ির পাশের সড়কে থুতু ফেলাকে কেন্দ্র করে আমাকে গালিগালাজ ও হুমকি দেয় তারা। এর জের ধরেই আজ দুপুরে রিকশাযোগে যাওয়ার পথে আমার বাবাকে মারধর করে আনোয়ারা ও তার স্বামী। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।”

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ নাসির উদ্দিনকে মারধর করা হয়। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনার পর চঞ্চল মিয়াকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট