1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

আইভীকে আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেফতারের পর আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরীর আদালত এই আদেশ দেন।

আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আইভী। তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত শ্যোন অ্যারেস্টের আদেশ দেন। তিনি বলেন, “প্রত্যেকটি মামলায় পর্যায়ক্রমে শ্যোন অ্যারেস্ট দেখানোর পর আমরা আইনি প্রক্রিয়া শুরু করতে পারব।”

গত ৯ মে সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতের নির্দেশে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। জামিন আবেদন করা হলেও ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালত তা খারিজ করে দেন। আইভীর বিরুদ্ধে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট