1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

প্রত্যেকটি পাড়ায় মহল্লায় হেফাজতের দূর্গ গড়ে তুলতে হবে : ফেরদাউসুর রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, আগামী দিনের ইসলাম এবং মাতৃভূমির স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, প্রত্যেকটি পাড়ায় মহল্লায় হেফাজতের দূর্গ গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৬ই মে) মুসলিমনগর আলিয়া মাদ্রাসা মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়নের প্রতিনিধি সম্মেলনে নতুন কমিটি ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, “৫ ই আগস্ট এর পরে যত মানুষ বাংলাদেশের মাটিতে হত্যা হয়েছে, সব হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন এতগুলো মানুষ জীবন দিল আমরা তো জীবন দিব ইসলাম এবং মাতৃভূমি রক্ষার জন্য। ”

মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে এ সময় মুফতি মিজানুর রহমানকে সভাপতি এবং মুফতি মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে এনায়েত নগর ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মুফতি হারুনুর রশিদ,মাওলানা মীর আহমাদুল্লাহ, মাওলানা কামাল উদ্দিন দায়েমি,মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা সাইফুল ইসলাম,মাওলানা ইবরাহিম খলিল, মুফতি আলাউদ্দিন ফরাজি, মাওলানা দ্বীন ইসলাম, মুফতি আবু ইউসুফ, মুফতি রাকিবুল ইসলাম মাহমুদ, মাওলানা সালাহউদ্দিন, মুফতি রাহমাতুল্লাহ ফরিদী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট