1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :

র‌্যাব-১১, সিপিসি-৩ এর অভিযানে ২০ কেজি গাঁজা ও ০২ বোতল ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

যুগের নারায়ণগঞ্জ :
  • প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সিপিসি-৩ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। ০৮ এপ্রিল ২০২৩ইং তারিখ র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ল²ীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মনির হোসেন (৪২) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ২০ কেজি গাঁজা ও ০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মনির হোসেন (৪২) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, উদ্ধারকৃত মাদক কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট