1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ফুলহরে গরুর হাট বসানো নিয়ে উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বন্দরের ফুলহর এলাকায় গরুর হাট বসানো নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, জাপা নেতা আনোয়ার হোসেন তার মালিকানাধীন জমিতে গরুর হাট বসানোর অনুমতি দিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি করেছেন। শনিবার (১০ মে) ফুলহরস্থ বালুর মাঠে গরুর হাট বসানোর অনুমতি দেওয়ার পর এ পরিস্থিতি সৃষ্টি হয়।

জানা গেছে, ফুলহর এলাকার জামাল গ্রুপের মালিক আলহাজ্ব এম জামাল উদ্দিন আনোয়ার হোসেনকে ওই জমিতে গরুর হাট বসানোর বিষয়ে নিষেধ করেছিলেন। কিন্তু জামালের নিষেধাজ্ঞা সত্ত্বেও আনোয়ার হোসেন স্থানীয় নেতা মোমেন মিয়াকে গরুর হাট বসানোর অনুমতি দেন। মোমেন মিয়া এর আগে আওয়ামী লীগে যোগদান করেছেন এবং যুবলীগ নেতা অহিদুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত।

সূত্র জানায়, আনোয়ার হোসেন মোমেন মিয়ার মাধ্যমে এলাকায় নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছেন। এলাকাবাসীর অভিযোগ, অহিদ ও আনোয়ার হোসেনের পরিকল্পনায় ফুলহরে গরুর হাট বসানোর পাঁয়তারা চলছে। এ ঘটনায় বিএনপির তিনটি গ্রুপ মুখোমুখি অবস্থানে চলে এসেছে।

এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, ‘জায়গার ছেলেরা যদি হাট বসিয়ে কিছু উপার্জন করতে পারে, সেই চিন্তা করেই অনুমতি দিয়েছিলাম। এখন যদি এলাকাবাসী এ নিয়ে সমস্যায় পড়ে, তাহলে নতুন করে ভাবতে হবে। আমি নিজেই এখন বিভ্রান্ত।’

এদিকে, বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা আশঙ্কা করছেন, হাট বসানোকে কেন্দ্র করে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। প্রশাসনের কাছে হাটের অনুমতি না দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বাজার কর্মকর্তা জহিরুল ইসলামের বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট