1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা সেজে তেলবাহী ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে চালক ও হেলপারকে জিম্মি করে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাকসহ মালামাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) রাতে রূপগঞ্জের বরাবো ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৫ ড্রাম তেলের মধ্যে ৬০ ড্রাম তেল ও ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রূপগঞ্জের আটিপাড়া এলাকার মকবুল হোসেন (৩৫), রূপসী স্লুইস গেট এলাকার বাতেন দেওয়ান (৩৮) ও বরিশালের হিজলা এলাকার আনোয়ার হোসেন (৪২)।

রূপগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, সোমবার (৫ মে) বিকেলে হবিগঞ্জের চৌধুরী বাজারের ‘মেসার্স রাধা বিনোদ মাদক’ প্রতিষ্ঠানে ১৪ হাজার লিটার পাম অয়েল নিয়ে রওনা দেয় একটি ট্রাক। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতু এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেট কার ট্রাকটির গতিরোধ করে। প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের কাস্টমস কর্মকর্তা পরিচয়ে কাগজপত্র চাওয়ার পর অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে তেলবাহী ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ট্রাকচালক মান্নান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বরাবো ও মদনপুর এলাকা থেকে ছিনতাই হওয়া ট্রাকটি ও তেলের ড্রাম উদ্ধার করে।

এসআই জাকির হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট