1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল সন্ধ্যায় ওই কিশোরীর গোসলখানায় প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ফারুক। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ফারুক পালিয়ে যায়। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

ভুক্তভোগীর মা বলেন, ফারুক দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে আমার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে সে গোসলখানায় ঢুকে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট