1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

বন্দরে নিখোঁজের এক দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় নিখোঁজের এক দিন পর জনি (২৬) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৬ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী এলাকায় সেলিমের মালিকানাধীন একটি পুরাতন পলিথিন গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জনি পাশ্ববর্তী বাগবাড়ি এলাকার বুলবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. কিরণ মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় জনি বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। পরদিন শুক্রবার দুপুরে ঢাকেশ্বরী এলাকার সেলিমের গোডাউনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী জনির পরিবারকে খবর দেয়।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ‘খ’) এএসপি আসিফ ইমাম।

লাশ উদ্ধারের সময়কার পরিস্থিতি সম্পর্কে বন্দর থানার এসআই মোতালিব বলেন, “গোডাউনের ভিতরে সারি সারি পলিথিনের বস্তার ফাঁকে জনির লাশ মাথা নিচে, পা উপরে অবস্থায় পড়ে ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।”

এ ঘটনায় বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট