1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

বিএনপি ৫টি ভোটও পাবে না-সেলিম প্রধান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রুপগঞ্জকে ক্লিন করার ঘোষণা দিয়েছেন রূপগঞ্জ ওয়ান ফ্যামেলির পৃষ্ঠপোষক সেলিম প্রধান। তিনি বলেন বাংলাদেশে আমার একটি বাসা যেখানে ৫ আগস্টের পূর্বে হামলা হয়েছে আবার ৫ আগস্টের পরবর্তী সময়েয় আমার বাসায় গুলি, বোমা, আগুন দেয়া হয়েছে। আগে করেছে গোলাম দস্তগীর গাজী, পাপ্পা গাজী, বালু হাবিবের লোকেরা। আর ৫ আগস্টের পর একটি দলের কিছু লোক। আমার বাড়ির পাশে একটি মার্কেট আছে যেখানে আমার স্বাক্ষর জাল করে ভাড়া চুক্তি দলিলের বলে মার্কেটটি দখলের চেষ্টা করা হয়েছে। আজকে আমি আদালতে মামলায় স্বাক্ষর করে এসেছি।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে স্বাক্ষর জালিয়াতি মামলার স্বাক্ষর ভেরিফিকেশন স্বাক্ষর শেষে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন তিনি। পরবর্তীতে রূপগঞ্জে নিজ বাসায় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনেও একই কথা বলেন সেলিম প্রধান।

পুলিশের কর্মকান্ড দিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমার বাড়িতে দুবার হামলা হয়েছে কিন্তু পুলিশের কোন তৎপরতা দেখছিনা। আমি বলছি না পুলিশ খারাপ প্রতিষ্ঠান হিসাবে পুলিশ ভাল কিছু সদস্য হয়তো খারাপ।

রূপগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, গাজীর আমলে আমি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট, রাস্তায় দাঁড়িয়ে মাদক বিক্রি উচ্ছেদ করেছিলাম। পরে তারা গাজীর আমলেও বসতে সাহস পায়নি। ৫ আগস্টের পর ভেবে ছিলাম একটি স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু দেখেন আগের থেকে বেশি দোকানপাট বসেছে। একটি গাড়ি চলার মত জায়গা নাই। কারা করছে এগুলো? যারা এখন নিজেদের ক্ষমতাবান মনে করছেন সেই দলের লোকেরাই করতেছে। আমি বলছিনা বিএনপি খারাপ। বিএনপি দল খারাপ না এর মধ্যে কিছু লোক খারাপ। তারাই এসব কাজ গুলো করছে। ৫ আগস্টের পর যদি বিএনপি রূপগঞ্জে ১০০ ভোট পেতো বর্তমানে ৫টা ভোট পাবে এটা আমার কথা না এটা রূপগঞ্জের সাধারণ মানুষের কথা।

তবে আমি কোন দল করিনা, আমি বলি রূপগঞ্জ এক পরিবার, রূপগঞ্জকে ক্লিন করতে আমি যা যা করার সব করবো। রূপগঞ্জে যখন গাজীর বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়নি তখন আমি একাই কথা বলেছি। আমি কথা বলে যাবো। আমি আমার মৃত্যুর পরোয়ানায় আগেই স্বাক্ষর করে দিয়েছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট