যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ম শ্রেণির শিক্ষার্থী জোবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ভোলাবো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের হোসেন রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জোবায়ের হোসেন তার বন্ধু এ বছর এসএসসি পরীক্ষার্থী সায়েম, সিয়াম ও রাব্বি একটি ছোট নৌকা যোগে দাউদপুর খেয়া ঘাট থেকে ভোলাবো এলাকায় আসার জন্য ওঠে। নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে পৌঁছলে পানি উঠে ডুবে যায়। এ সময় সাঁতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবায়ের হোসেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী বলেন, নিখোঁজ শিক্ষার্থী জোবায়ের হোসেনের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।