1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নাঃ গঞ্জ মহানগর গার্মেন্টস শ্রমিকদলের ১১সদস্যের আহ্বায়ক কমিটি বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১ ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন কাশীপুর খিল মার্কেটে অল্প বৃষ্টিতেই কৃত্রিম বন্যা-দেখার কেউ নেই ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন একাংশের বয়কটের আহ্বান’ শুক্রবার হেফাজতের সমাবেশ! শীতলক্ষ্যা নদী রক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নদী ভাবনা কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগ গোদনাইলে অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘুষ ও নানা অভিযোগে বিতর্কিত আড়াইহাজার থানার ওসি বদলি

র‍্যাবের পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বরিশাল কোতোয়ালি থানা এলাকায় পৃথক দুই অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অভিযান দুটি পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফতুল্লার কাশিপুর এলাকার বাসিন্দা মো. নূরুল হকের ছেলে জুবায়ের আহমেদ (২৮) এবং একই থানার গাবতলী এলাকার বাসিন্দা মো. মজিবুর রহমানের ছেলে জাকারিয়া ওরুফে নয়ন (৩০)।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপারেশনস) মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ মার্চ ঈদের দিন কাশিপুর এলাকায় তুচ্ছ তর্কের জেরে পাভেল নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই মামলার এজাহারভুক্ত আসামি জুবায়ের আহমেদ পলাতক ছিলেন। পরে তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

অন্যদিকে, গত ৭ এপ্রিল ফতুল্লা থানার গাবতলী এলাকায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার পর র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে বরিশাল মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে র‍্যাব-৮ এর সহযোগিতায় এজাহারভুক্ত ৪ নম্বর আসামি জাকারিয়া ওরুফে নয়নকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট