1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

রূপগঞ্জে যুবলীগ ক্যাডার গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার বাগবের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুহুল আমিন রূপগঞ্জের বাগবের এলাকার আফজাল হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, “রুহুল আমিন গত ৫ আগস্টের আগে এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ছিল। ৫ আগস্টের পর বেশ কিছুদিন গা ঢাকা দেয়ার পর ফের বেপরোয়া হয়ে উঠে। তার ভয়ে স্থানীয়রা কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারত না।”

তিনি আরও বলেন, “বৃহস্পতিবার সকালে পুলিশ বাগবের এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।”

পরে, দুপুরে বিস্ফোরণ আইনে মামলায় রুহুল আমিনকে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট