1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

সোনারগাঁয়ে অপহৃত কিশোরী উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে পিবিআইয়ের অভিযানে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ পরিদর্শক আবদুল বাতেন এর নেতৃত্বে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বুধবার বিকেলে অভিযান চালিয়ে শাহিন মির্জার পিরোজপুর গ্রামে থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। তবে অপহরণে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কিশোরীকে গত ১০ ফেব্রুয়ারি স্থানীয় মাদ্রাসার সামনে থেকে শাহিন মির্জার নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ১৩ মার্চ ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটি তদন্তের জন্য নারায়ণগঞ্জ পিবিআইকে নির্দেশ দেন আদালত। গত বুধবার পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে সংস্থাটির সদস্যরা অভিযান চালিয়ে শাহিন মির্জার বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করেন।

অভিযুক্ত শাহিন মির্জার চাচাতো ভাই কবির হোসেন বলেন, “প্রেমের সম্পর্কের ভিত্তিতে তাদের মধ্যে বিয়ে হয়েছে। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে।” তিনি আরও বলেন, “প্রেমের বিয়ে তো বয়স দেখে হয় না।”

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বিপিএম জানান, “অপহৃত কিশোরীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট