1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন

ডিসির বাংলোর সামনে ছিনতাইয়ের শিকার দম্পতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের কালিরবাজারে ট্রেন স্টেশনে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক দম্পতি। বৃহস্পতিবার (২০ মার্চ ) ভোর সাড়ে ৫ টার দিকে নগরীর খানপুরে ডিসির বাংলো সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার হওয়া কিল্লারপুলস্থ ডিপিডিসির অফিসের কর্মচারী মো. সজিব মিয়া বলেন, গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী সন্তানসহ রওনা হয়েছিলেন কমলাপুরের ট্রেন ধরতে। নারায়ণগঞ্জের ট্রেন স্টেশনে যাওয়ার পথে ভোর সাড়ে ৫ টার দিকে তাকে বহনকারী অটোরিকশা থামিয়ে দেয় হোন্ডা আরোহী তিনজন ছিনতাইকারী। যাদের হাতে ছিলো বড় আকারের ২ টি ধারালো ছুরি। ছিনতাইকারীরা ছুরি দেখিয়ে তার সাথে থাকা মোবাইল ও নগদ দুই হাজার টাকা,
তার স্ত্রীর কানের দুল ও আংটি সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, এখানে পুলিশের নজরদারী কম থাকে এবং পূর্বে ছিনতাই হলেও প্রত্যক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে ছিনতাইকারীরা এ স্থানটিকে তাদের ছিনতাইয়ের জন্যে বেছে নিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ বলেন, বিষয়টি আমাদের জানা নেয়। ছিনতাইয়ের বিরুদ্ধে আমাদের টহল টিম সার্বক্ষণিক কাজ করছে। নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট