1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মান্নানের বিতর্কিত মন্তব্য: প্রার্থীতা বাতিলের দাবিতে মশাল মিছি প্রত্যেক মানুষ, প্রার্থী, দল আমার কাছে সমান-নয়া ডিসি একট্টা মনোনয়ন বঞ্চিতরা: মান্নানের প্রার্থীতা বাতিলে তারেক রহমানের কাছে চিঠি বন্দরে আওয়ামীলীগের দুই ডেভিল গ্রেপ্তার ফতুল্লায় ফের বাসে আগুন! ত্যাগীদের বহিষ্কারদেশ তুলে নিল বিএনপি ফতুল্লার ঢালীপাড়ায় পলির দানা কারখানায় ভয়াবহ আগুন জুলাই অভ্যুত্থানে শহীদ মানিকের কবরে জিয়ারত করলেন না.গঞ্জ ছাত্র ফেডারেশন বিতর্কে জর্জরিত মান্নান : প্রার্থী বদলের দাবিতে সোচ্চার স্থানীয় বিএনপি সর্বত্র সমালোচনা: জোড়া খুনের চার্জশিটভুক্ত আসামির গলায় মাসুদের ফুল দিয়ে মালাবদল

অবৈধ গ্যাস সংযোগ: সেলিম প্রধানের মালিকানাধীন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সাওঘাট, ভুলতা এবং মুড়াপাড়া এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘ক্যাসিনো কাণ্ডে’ আলোচিত সেলিম প্রধানের মালিকানাধীন জাপান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং লিমিটেডসহ তিনটি প্রতিষ্ঠানে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া গেলে তা বিচ্ছিন্ন করে জরিমানা করা হয়।

অভিযানে সেলিম প্রধানের মালিকানাধীন জাপান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং লিমিটেডে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়ায় ২টি সোর্স পয়েন্ট থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ২টি স্টার বার্নার, ১টি আবাসিক সংযোগ এবং ১টি গিজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, ১৩০ ফুট পাইপ উচ্ছেদপূর্বক জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

একতারা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে অভিযানে ৭টি স্টার বার্নার, ১টি শিক কাবাব বার্নার এবং ১টি তান্দুরি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আল মদিনা রেস্টুরেন্টে পরিচালিত অভিযানে ৪টি স্টার বার্নার, ২টি বার্নার এবং ১টি বার বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১০ ফুট পাইপ উচ্ছেদপূর্বক জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান চলাকালে প্রতিটি অবৈধ গ্যাস সংযোগের সোর্স পয়েন্ট কিলিং ও ক্যাপিং করে পুনরায় সংযোগের পথ বন্ধ করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ বলেন, “অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে গ্যাস ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট