1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় এক শিশু নিহত, আহত ২ আড়াইহাজারে ছাত্রদল নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার আহ্বান মাও.জব্বারের ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন জামায়াত ক্ষমতায় আসলে জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলা হবে-মাও.মাঈনুদ্দিন তারেক রহমানের জন্মদিন পালন করলেন মহানগর বিএনপি না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিপ্লব ও সংহতি দিবস সফলে জেলা ও মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভা শহরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াকে গুলি

বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে ব্যবসায়ীদের মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে দিগুবাবু বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন। তাদের অভিযোগ, ওই বিএনপি নেতা বাজারের কয়েকজন মাছ বিক্রেতাকে মারধর ও লাঞ্ছিত করেছেন।

শনিবার (৮ মার্চ) বিকেলে শহরের অন্যতম পাইকারি ও খুচরা কাচাবাজারে বিক্ষোভ করেন তারা।

মিছিল থেকে তারা বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বিভিন্ন স্লোগান দেন।

মো. বিল্লাল নামে এ বাজারের এক ব্যবসায়ী বলেন, “তারেক রহমান তাকে (টিপু) চাঁদাবাজি করতে বলেনি। তাহলে তিনি মাছ ব্যবসায়ীদের মারধর করলেন ও তাদের মাছ ফেলে দিয়েছেন। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমরা মিছিল করছি।”
মারধরের শিকার হওয়া মাছ বিক্রেতা ইয়াসিন বলেন, “বিএনপি নেতা টিপু এসে আমাদের মাছ ফেলে দিয়েছে। এ সময় মাছ তুলতে গেলে তিনি আমাদের মারধর করে। আমার মত আরও অনেক ব্যবসায়ীর মাছ ফেলে দিয়েছে।”

তিনি আরও বলেন, “টিপু আমাদের কাছে চাঁদাবাজি করতে চেয়েছিল। তিনি চাঁদাবাজি করতে না পেরে আমাদের মারধর করেছে ও আমাদের মাছ ফেলে দিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
প্রত্যক্ষদর্শী এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু বিকেলে তার অনুসারী কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে বাজার পরিদর্শনে আসেন। ওই সময় দিগুবাবুর বাজারের সড়কের উপর বসে মাছ বিক্রি করছিলেন বিক্রেতারা। এই সময় বিএনপি নেতা টিপু তাদের সড়ক দখল করে বসায় ক্ষুব্দ হন এবং সড়ক ছেড়ে যেতে বলেন। এক পর্যায়ে মাছ বিক্রেতাদের সাথে তর্ক হলে তিনি তাদের মাছ ফেলে দেন এবং কয়েকজনকে লাঞ্ছিত করেন।

যদিও যোগাযোগ করা হলে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “প্রশাসনিকভাবে সিদ্ধান্ত হয়েছে দিগুবাবুর বাজারের সড়কটি খোলা থাকবে, সেখানে কেউ দোকানপাট করতে পারবে না। এই সড়কে বাস চলাচল করবে। কিন্তু কয়েকদিন যাবৎ ওইখানের বাজার কমিটির এক নেতার ছেলে বিল্লাল, মামুন ও বান্টি নামে সন্ত্রাসীগোছের কয়েকজন চাঁদাবাজির জন্য সড়কে মাছ বিক্রেতাদের বসাইছে। আমি তাদের সড়ক ছেড়ে দিতে বলেছি। সড়ক দখল করে মানুষের ভোগান্তি সৃষ্টি করা যাবে না। জনস্বার্থে কথা বলায় চাঁদাবাজরা আমার বিরুদ্ধে মিছিল করিয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট