1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ত্বকী হত্যার দ্রুত অভিযোগপত্রের দাবি ১৫ বিশিষ্ট নাগরিকের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১২ বছর পূর্তিতে দ্রুত অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচার শুরুর দাবি জানিয়েছেন দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক।

রোববার (২ মার্চ) এক বিবৃতিতে তাঁরা বলেন, “২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জে ত্বকীকে দুর্বৃত্তরা হত্যা করে। ১২ বছর পেরিয়ে গেলেও এখনো এই হত্যার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়নি, বিচার শুরু হয়নি। আমরা বারবার বিবৃতি দিয়ে, সংবাদ সম্মেলন করে, সমাবেশে এবং লেখনীর মাধ্যমে এ হত্যার বিচার দাবি করেছি। কিন্তু বিগত সরকারের সময় এ বিচার প্রক্রিয়া দীর্ঘ ১১ বছর বন্ধ রাখা হয়েছিল।”

বিবৃতিতে উল্লেখ করা হয়, “গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অপরাধীদের কয়েকজন গ্রেপ্তার হয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে মামলাটি নতুন গতি পায়, যা আমাদের আশাবাদী করেছিল। কিন্তু বর্তমানে আবারও বিচার প্রক্রিয়ায় স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দ্রুত অভিযোগপত্র জমা দিয়ে, বিচার কার্যক্রম শুরুর দাবি জানাই।”

বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট ব্যক্তিরা হলেন, ভাষা সংগ্রামী ও লেখক আহমদ রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ যতীন সরকার, মানবাধিকার কর্মী ড. বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, আইনজীবী ড. শাহদীন মালিক, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান, আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম, লেখক ও নারী নেত্রী মালেকা বেগম, মানবাধিকার কর্মী খুশী কবির, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, গণশিল্পী কফিল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান এবং আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট