1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

বিএনপি নেতাকে অচেতন করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম (৫৮) কে বন্দরে শারীরিক নির্যাতন এবং তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার জামাতা হারুন অর রশিদ হিরন বাদী হয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার উত্তমদী এলাকার বাসিন্দা মো. আব্দুর রাহিম সোনারগাঁ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত সোমবার সকালে ট্রীপরদী এলাকা থেকে সিএনজিতে করে বন্দর থানাধীন মদনপুর আল বারাকাহ হাসপাতাল যাচ্ছিলেন। সিএনজিটি মদনপুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর, ৪ জন অজ্ঞাত দুষ্কৃতিকারী যাত্রী সেজে সিএনজিতে উঠে। পরে তারা সিএনজির ভেতরেই তাকে চেতনানাশক ঔষধ দিয়ে অচেতন করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অমানবিক নির্যাতন করে তার কাছ থেকে ৭,৫০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়।

এছাড়া, দুষ্কৃতিকারীরা আব্দুল রাহিমকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নির্যাতনের পর, তাকে কেওঢালা মেগা সিটি ফিলিং স্টেশনের বিপরীতে একটি ফ্যাক্টরির পেছনে মারধর করে নীলাফুলা জখম অবস্থায় ঝোপঝাড়ে ফেলে রাখে। সেখানে তাকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বলার চেষ্টা করা হয় এবং তার ভিডিও ধারণ করা হয়।

বিকালে, ফ্যাক্টরি কর্মকর্তারা কারখানা পরিদর্শনে আসার পর, আব্দুর রাহিমের চিৎকারে তারা তাকে উদ্ধার করে। পরে ধামগড় ফাড়ির পুলিশকে অবগত করে এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে। পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে এবং দুষ্কৃতিকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট