1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার ঢালীপাড়ায় পলির দানা কারখানায় ভয়াবহ আগুন জুলাই অভ্যুত্থানে শহীদ মানিকের কবরে জিয়ারত করলেন না.গঞ্জ ছাত্র ফেডারেশন বিতর্কে জর্জরিত মান্নান : প্রার্থী বদলের দাবিতে সোচ্চার স্থানীয় বিএনপি সর্বত্র সমালোচনা: জোড়া খুনের চার্জশিটভুক্ত আসামির গলায় মাসুদের ফুল দিয়ে মালাবদল যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ

সিদ্ধিরগঞ্জে চুন কারখানায় মিটার টেম্পারিং, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিটার টেম্পারিং করে গ্যাস ব্যবহারের অভিযোগে ৪টি চুন প্রস্তুতকারক কারখানায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে চারটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং রাইজার কেটে নেয়ার পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, হিরাঝিল এলাকায় সুরমা লাইমস, আরাফাত লাইমস, মদিনা লাইমস এবং আটি হাউজিং এলাকার মেঘনা লাইমস নামক কারখানাগুলোতে অবৈধভাবে গ্যাসের মিটার টেম্পারিং করা হয়েছিল। এসব কারখানার মিটারগুলোর প্রতি অবৈধ হস্তক্ষেপ করে টেম্পারিং করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ শাহিদুর রহমান বলেন, “হঠাৎ করেই আমরা এ অভিযান পরিচালনা করি। মিটারে অবৈধ হস্তক্ষেপের প্রমাণ পাওয়ায় আমরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার জব্দ করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।”

এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট