1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

আইন কলেজের ভঙ্গুর পরিস্থিতি দেখে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ আইন কলেজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মিশনপাড়ায় অবস্থিত কলেজটি পরিদর্শন করেন তিনি। এসময় দেশের প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর পরিস্থিতি দেখে তিনি কলেজ উন্নয়নের আশ্বাস দেন।

তার আগে দুপুরে অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীরা কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের দুরাবস্থার কথা উল্লেখ করে কলেজ উন্নয়নে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। এসময় শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কলেজ পরিদর্শনের জন্য অনুরোধ জানান।

বিকেলে জেলা প্রশাসক কলেজ পরিদর্শনে আসেন। কলেজ প্রাঙ্গণে যাবার পর কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসককে ফুল দিয়ে বরন করেন। পরে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক কলেজের ভবন, শ্রেণিকক্ষ ও কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখেন। দেশের প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর অবস্থা দেখে জেলা প্রশাসক হতাশা প্রকাশ করেন।

কলেজের শ্রেণিকক্ষ পরিদর্শনের সময় কলেজের শিক্ষার্থীদের পক্ষে ফারহানা মানিক মুনা ও মো. শাহেদ হোসাইন জেলা প্রশাসকের কাছে কলেজের জমি হস্তান্তর, কলেজের নতুন ভবন নির্মান, লাইব্রেরি স্থাপনসহ নানান দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কলেজ উন্নয়নে যাবতীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে কলেজে লাইব্রেরি নির্মাণ, ডিপ টিউবওয়েল স্থাপন ও শৌচাগার নির্মাণের ঘোষণা দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী, সহকারী কমিশনার তামশিদ ইরাম, কলেজের অধ্যক্ষ এড. মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া, প্রভাষক (ভারপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ) এড. মো. সালাহ্ উদ্দীন ভূঁইয়া সবুজ, এড. আবু রায়হান, এড. মিনহাজুল ইসলাম ভূঁইয়া, এড. মো. রাসেল প্রধান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, কলেজের শিক্ষার্থী ছাত্রনেতা ফারহানা মানিক মুনাসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট