1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :

জেলা কৃষকদলে শাহীন আহ্বায়ক, সদস্য সচিব আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ডা মো. শাহীন মিয়া আহ্বায়ক এবং মো. আলম মিয়া সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন। বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকদল আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দিয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর ডা. মো. শাহীন মিয়া প্রতিক্রিয়ায় বলেন, আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি। তারা আমাকে যোগ্য মনে করে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন। বিশেষ করে দ্বিতীয়বারের মতো আহ্বায়ক মনোনীত করায় আমি আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে চাই।

এদিকে, নবনির্বাচিত সদস্য সচিব মো. আলম মিয়া বলেন, এর আগে আমি নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। এবার সদস্য সচিবের পদে আমাকে মূল্যায়ন করায় কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, কৃষকদের অধিকার রক্ষা ও সংগঠনকে আরও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট