1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের জন্ম দিবে: ফয়জুল করীম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, “সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের জন্ম দিবে।” তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

শনিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা ও নগর সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খে চরমোনাই।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এনজিওর মতো দেশ চালানো যাবে না। সরকার প্রধানকে শাসকের ভূমিকায় শক্ত অবস্থান নিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, কারণ ফ্যাসিবাদের দোসররা এখনও বিভিন্ন সেক্টরে সক্রিয়।”

তিনি ইনসাফভিত্তিক শাসনব্যবস্থার ওপর জোর দিয়ে বলেন, “আমরা সবুজ বাংলা, সোনার বাংলা এবং ডিজিটাল বাংলা দেখেছি। এবার ইসলামের বাংলা দেখতে চাই, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, আইন অনুযায়ী বিচার হবে এবং মানুষের মৌলিক অধিকার রক্ষা পাবে।”

শায়খে চরমোনাই বলেন, “ইসলামী রাষ্ট্র কায়েম হলে সমাজে এমন পরিবেশ সৃষ্টি হবে, যেখানে একজন মাদকাসক্ত নিজেই মাদক ত্যাগ করতে বাধ্য হবে। ইসলামের শাসনব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে সমাজের সব স্তরে শান্তি বিরাজ করবে।”

জেলা ও নগর সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

মুফতি ফয়জুল করীম বলেন, “বাংলার মানুষ কারো কাছে মাথা নত করতে জানে না। সীমান্তে বিএসএফের অন্যায়ের প্রতিবাদ করেছে এবং ভবিষ্যতে বাংলাদেশে কারও অন্যায় সহ্য করা হবে না।”

বিশেষ বক্তা মুফতি মাসুম বিল্লাহ বলেন, “সংস্কার না করে নির্বাচনের জন্য তাড়াহুড়ো করা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ডেকে আনবে। আমরা কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি দেখতে চাই না।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট