1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। তারা নিজেদের সামষ্টিক সমস্যা নিয়ে আলোচনা করেন। পুলিশ সুপার উত্থাপিত সমস্যাগুলোর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

দুপুর সাড়ে ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ে ডিসেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মামলা দ্রুত নিষ্পত্তির পাশাপাশি ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য এবং অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট